আগে কখনো বুঝতে পারিনি, তোকে এতো ভালোবেসে ফেলেছি।তোর বিরহ যে এতো কষ্টের হবে, ভাবতেও পারিনি।তোকে ভালোবেসে ছিলাম। মন উজার করে তোকে ভালোবেসে ছিলাম।হৃদয় গহীনের জায়গাটা তোর জন্যেই ছিলো।কিন্তু কিভাবে তুই সে জায়গাটা দখল করলি আমি টেরও পাইনি।আমি জানতেও পারিনি তোর দখলদারিত্বের কথা।তুই যে আমার মনকে এভাবে দখল করে নিবি আমি কখনো কল্পনাও করিনি।আচ্ছা, ভালোকথা,তুই ভালো যখন বেসেই ছিলি ,তাহলে বিচ্ছেদ কেনো করবি।তুই কি জানিস না, আমিও তোকে ভালোবেসে ফেলেছি।জানিস!আগে যদি জানতাম বিরহ-বেদনা এতো কঠিন,তোকে ভালোবাসতাম না।কিন্তু, আমি আগে তা বুঝতে পারিনি,তাই তোকে ভালোবেসে ফেলেছি।বিরহ যে এতো কষ্টের হবে, তা কখনো আঁচ করতে পারিনি।আগে বুঝতামনা, কেনো প্রেমিকরা ফাঁসিতে ঝুলে।(নিশ্চয় তাদের কাজটা খুব বড় অন্যায়)কিন্তু আজ তাদের কষ্টটা বুঝতে পারছি।সে যাইহোক,তুই যদিও একবারেই ভুলে যাস, আমি কিন্তু তোকে ভুলতে পারবো না।আমি তোকে ভালো বেসেই যাবো।আমরণ।আমৃত্যু।সংশপ্তক।
মানুষ হয়তো খারাপ বলতে পারে, আমাকে, তোর আমার ভালোবাসার কারণে। তাদের বলা তাঁরা বলুক।তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোকে ভালো বেসেই যাবো।
মুতানাব্বী বলেছে না!
عذل العواذل حول قلب التائه+ وهوى الأحبة منه في سودائه.
মোর প্রেমিকার ভালোবাসা
আমার হৃদয় জুড়ে,
নিন্দাকারীর নিন্দা থাকে
হৃদয় থেকে দূরে।
তুই ছিলি আমার ভালোবাসা,আমার হৃদস্পন্দন আমার সব।
একবছর তুই আমাকে সুযোগ দিয়েছিলি তোকে ভালোবাসার।দৈনিক আটবার তোর সাক্ষাত পেতাম।তোর প্রেমে মত্ত থাকতাম।
আস্তে আস্তে ,বছরটা শেষ হতে লাগলো।
তুইও আমার থেকে দূরে সরতে শুরু করলি। তোর একেকটা দরজা বন্ধ করতে শুরু করলি।কিন্তু দৈনিকই একটু আশা থাকতো,আরোতো আছে, সেগুলো দিয়ে প্রবেশ করবো।তিনদিন আগে যখন একটা বাদে বাকিগুলো বন্ধ করে দিলি,তখনো আশার প্রদীপটা নিভু নিভু করে জ্বলছিলো।
কিন্তু আজ! আজ তুই একি করলি!
সবগুলো দরজা তুই আজ বন্ধ করে দিলি!😢
বুখারীর শেষ দরসটাও শেষ হয়ে গেলো আজ।😢
জানিস পালনপুরী সাহেব দুআ শুরু করতেই, আমি কেন হাউ-মাউ করে কেঁদেছিলাম!
দুআ করছে,সে জন্যে নয়!
বরং তোর বিরহের নাকারা বেজে গেছে তাই কেঁদেছিলাম।
তোকে ছেড়ে যেতে হবে তাই কেঁদেছিলাম।
তোর দরসগাহর প্রথম টেবিলটা আমার জন্যে আর খালি হবে না।আর শুনতে পারবো না বাহরুল উলুমের দালিলিক আলোচনা।আর শুনবো না ইবনে হাজারের রিজালের আলোচনা।মাদানীর বিরল তাকরীর।পালনপুরীর বিজ্ঞানদীপ্ত তাওজিহাত।মাদরাজীর ভ্রাতৃসুলভ আচরণ আর নবীপ্রেমের প্রেরণা।
আর পাবো না তাওলাভী, খুরশিদ, সাম্ভলী,আর গৌন্ডবীর তাকরির,তাই কেঁদেছিলাম।আরো কেঁদেছিলাম নিজ ইলম শূন্যতার কথা স্মরণ করে।তোর থেকেই আকাবিররা বিশ্বব্যাপি ইলম ও ইসলামের কেতন উড়িয়েছিলো।তাঁরাও তোকে ভালোবাসতো আমিও তোকে ভালোবাসি।তারা ছিলো একেকজন ইলম আমলের দিকপাল।কিন্তু আমি কিছুই হতে পারিনি।এখন , এটাই আল্লাহর কাছে চাওয়া,তিনি যেন আমাকেও তাদের মতো কবুল করেন।যদিও আমি তোর ভবনগুলোতে থাকাকালীন সেরকম কিছুই অর্জন করতে পারিনি।তোর সাথে ভালোবাসার দিনগুলোতে তোকে শুধু ভালোই বেসেছি, নিতে পারিনি কিছুই তোর থেকে।সেজন্যে কেঁদেছি।
যখন ছেলেটা বিদায়ী সংগীত গাচ্ছিলো,
বলছিলো:- মাদরে ইলমী কো ছুড়নে কি সদা।
মনটা আমার ভেঙে চৌচির হয়ে যাচ্ছিলো।তোকে ছেড়ে যেতে হবে তাই।
তুই বিদায় করিস না আমাকে!😢 আমাদের ভুলিস না কখনো।
আবার কখনো আসলে আগের মতো করেই গ্রহণ করিস আমাদের।
কিন্তু শত আবেগ থাকা সত্যেওতো বিদায় নিতেই হবে আমাদের।
বলতে হবেই আল বিদা!😢 মাদরে ইলমী দারুল উলুম দেওবন্দ।
আল বিদা!😢😢😢
No comments:
Post a Comment